ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নগরকান্দায় কুমার নদে নৌকাবাইচ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৩
নগরকান্দায় কুমার নদে নৌকাবাইচ

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দায় কুমার নদে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার চাঁদহাট কুমার নদে এ বাইচ অনুষ্ঠিত হয়।

 

চরযশোরদী ইউনিয়ন আওয়ামী লীগ এ নৌকাবাইচের আয়োজন করে।

বাইচে ছোট-বড়, রং-বেরঙের ১০টি নৌকা অংশ নেয়। এ উৎসব ঘিরে নদীর দুই পাড়ে ছিল হাজার হাজার দর্শকদের উপচে পড়া ভিড়। একই সঙ্গে এ নৌকাবাইচকে ঘিরে নদের দুই পাড়ে বসেছে মেলাও। মেলায় উঠেছে হরেক রকমের খেলনা ও বিভিন্ন ধরনের মিষ্টি।

বাইচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।  

নৌকাবাইচে বিজয়ীদের মধ্যে ফ্রিজ ও কালার টিভি পুরস্কার দেওয়া হয়।  

চরযশোরদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকিরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সোবহান মাস্টার, সহ-সভাপতি চৌধুরী মারুফ হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান সুইট প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।