ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাঙামাটিতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন নিখিল কুমার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৩
রাঙামাটিতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন নিখিল কুমার

রাঙামাটি: রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার ঐতিহ্যবাহী শ্রী শ্রী রক্ষা কালীবাড়ি মন্দিরের মণ্ডপ পরিদর্শন করেছেন, জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।  

শনিবার (২১ অক্টোবর) দুপুরে তিনি সপ্তমীর দিনে মন্দির পরিদর্শন করাসহ যাবতীয় খোঁজ খবর নেন।

পরিদর্শনকালে নিখিল কুমার চাকমা বলেন, যেকোনো উৎসবে পার্বত্যাঞ্চলে সব সম্প্রদায়ের মিলনমেলায় পরিণত হয়। শান্তি এবং সম্প্রতি বজায় থেকে যেন শারদীয় দুর্গোৎসব উদযাপন হয় সেই প্রত্যাশা করি।

এ সময় বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ রাঙামাটি জেলার সভাপতি স্মৃতি বিকাশ ত্রিপুরা, শ্রী শ্রী রক্ষা কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক পংকজ দে টিটু, রাঙামাটি পৌরসভার কাউন্সিলর পুলক দেসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।