ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বাঁচতে চায় কিডনি রোগে আক্রান্ত শিশু লিমন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩
বাঁচতে চায় কিডনি রোগে আক্রান্ত শিশু লিমন 

পাবনা: পাবনা সদর উপজেলা গয়েশপুর ইউনিয়নের কুমিল্লী গ্রামের আসাদুলের ছেলে লিমন (৮)। সে কিডনি রোগে আক্রান্ত।

গরিব অসহায় দরিদ্র পরিবারের সন্তান লিমনের চিকিৎসার জন্য দিনমজুর বাবা তার সাধ্যের সবটুকু শেষ করে একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন।  

কিডনি রোগে আক্রান্ত মুমূর্ষু শিশু লিমনের শারীরিক অবস্থা ধীরে ধীরে খুব খারাপ হয়ে যাচ্ছে। তাই চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে ভর্তি করেছে পরিবারের সদস্যরা।  

ছেলের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান মানুষসহ সবার কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন লিমনের বাবা আসাদুল ও মা বৃষ্টি খাতুন।  

শিশুটির চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য- ০১৭৪৬-১০৯১৯৩ এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছেন তার বাবা।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।