ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ভৈরবে ট্রেন দুর্ঘটনা: আহতদের চিকিৎসায় ঢামেকে বাড়তি প্রস্তুতি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৩
ভৈরবে ট্রেন দুর্ঘটনা: আহতদের চিকিৎসায় ঢামেকে বাড়তি প্রস্তুতি দুর্ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি: বাংলানিউজ

ঢাকা: কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় আহতদের চিকিৎসা দিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বাড়তি প্রস্তুতি নেওয়া হয়েছে। যেকোনো দুর্যোগে আহতদের চিকিৎসা দিতে গঠিত রেসপন্স টিমসহ বাড়তি চিকিৎসকদের জরুরি বিভাগে থাকার নির্দেশনা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রোববার (২৩ অক্টোবর) সন্ধ্যায় হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বাংলানিউজকে এ কথা জানান।

তিনি বলেন, হাসপাতাল সব সময় প্রস্তুত থাকে। তবে ভৈরবের দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনায় অনেক হতাহতের সংবাদ পাওয়া যাচ্ছে। তাই হাসপাতালের রেসপন্স টিম ও বাড়তি চিকিৎসকদের জরুরি বিভাগে অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়েছে। আহতদের চিকিৎসা দিতে যত রকম ওষুধ লাগে সব হাসপাতাল থেকে দেওয়া হবে।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব জংশনের কাছাকাছি গাইনাহাটি এলাকায় যাত্রীবাহী এগারো সিন্ধুর গোধূলী ট্রেনের সঙ্গে মালবাহী একটি ট্রেনের এ সংঘর্ষ হয়। এতে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর মিলেছে।

ঢাকায় ফায়ার সার্ভিস সদর দপ্তর জানিয়েছে, দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের আট ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। আরও কিছু ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৩
এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।