ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় সাবেক এমপির ভাইয়ের বাড়িতে ঢুকে টাকা- আগ্নেয়াস্ত্র লুট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৩
আশুলিয়ায় সাবেক এমপির ভাইয়ের বাড়িতে ঢুকে টাকা- আগ্নেয়াস্ত্র লুট ভুক্তভোগী বাড়ির মালিক

সাভার (ঢাকা): ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং মুরাদের চাচাতো ভাইয়ের বাড়িতে ঢুকে লাইসেন্সকৃত দুটি আগ্নেয়াস্ত্র লুটসহ সাড়ে ৯ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা৷ 

মঙ্গলবার (২৪ অক্টোবর) গভীর রাতে সাভারের আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে৷

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে এসব তথ্য জানান বাড়ির মালিক ভুক্তভোগী ব্যবসায়ী ওবাইদুল ইসলাম তালুকদার।

ওবাইদুল ইসলাম তালুকদার ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং মুরাদের চাচাতো ভাই।

এছাড়া তিনি ফিলিং স্টেশনের মালিক।

ওবাইদুল ইসলাম তালুকদার বলেন, মঙ্গলবার গভীর রাতে কয়েকজন ব্যক্তি আমার বাড়িতে প্রবেশ করে। আমাদের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তারা আমাদের লাইসেন্স করা একটি পিস্তল ও একটি রাইফেল নিয়ে যায়। সেই সঙ্গে নিয়ে যায় ১৫ লাখ টাকার স্বর্ণালংকারসহ সাড়ে ৯ লাখ টাকা।  

এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ হেল কাফি বাংলানিউজকে বলেন, আমরা ঘটনা জানার পর পরিদর্শনে যাই। ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলি। এছাড়া ডিবি পুলিশসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছে। আমরা এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছি জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৩ 
এসএফ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।