ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিগারেটে টান দেওয়া নিয়ে মারামারি, একজনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৩
সিগারেটে টান দেওয়া নিয়ে মারামারি, একজনের মৃত্যু

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে সিগারেটে টান দেওয়াকে কেন্দ্র করে দুই রিকশাচালাকের মধ্যে মারামারি হয়। এ ঘটনায় রাসেল (৪৫) নামে এক রিকশাচালকের মৃত্যু ঘটেছে।

ঘাতক অপর রিকশাচালক জাহাঙ্গীরকে আটক করেছে পুলিশ।  

বুধবার (২৫ অক্টোবর) বেলা আড়াইটার দিকে যাত্রাবাড়ীর উত্তর গোলাপবাগ এলাকার একটি চায়ের দোকানের সামনে এ মারামারির ঘটনা ঘটে।  

এসব তথ্য নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম।

তিনি জানান, একটি চায়ের দোকানের সামনে সিগারেট খাওয়া কেন্দ্র করে রিকশাচালক জাহাঙ্গীর অপর রিকশাচালক রমজানকে মারধর করেন। পাশাপাশি মাথায় আঘাত করেন তিনি। এতে রাসেল  আহত হলে তাকে মুগদা হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান তিনি।

ওসি আরো জানান, রিকশাচালক জাহাঙ্গীরকে আটক করা হয়েছে এবং নিহত রাসেলের বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৩
এজেডএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।