ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৩
ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত  নিহত ইতালিপ্রবাসী সানজিদ হাওলাদার

মাদারীপুর: ইতালিতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন সানজিদ হাওলাদার (২৮) নামের এক বাংলাদেশি যুবক।  

বুধবার (২৫ অক্টোবর) রাতে ইতালির টারান্ত শহরে এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত সানজিদ হাওলাদার মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের ধুরাইল এলাকার মো. লিটন হাওলাদারের ছেলে।

ইতালিপ্রবাসী সানজিদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ধুরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাওলাদার।  

তিনি বলেন, আমার চাচাতো ভাই লিটন হাওলাদারের একমাত্র ছেলে বাংলাদেশ সময় বুধবার রাতে ইতালির টারান্ত শহরে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আমরা তার লাশ বাংলাদেশে আনার চেষ্টা করছি।

জানা গেছে, প্রায় দুই বছর আগে ইতালী যান সানজিদ। সেখানে ভালো চাকরিও করতেন। বুধবার রাতে ইতালিতে কাগজপত্র করার জন্য আঙ্গুলের ছাপ (ফিঙ্গার) দিতে নিজ বাসা থেকে বের হন। ইতালির টারান্ত এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।  

তার মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের বাবা লিটন হাওলাদার বলেন, বুধবার রাতে কাগজপত্র করতে বাসা থেকে বের হয় সানজিদ। রাস্তা পার হওয়ার সময় সে সড়ক দুর্ঘটনায় মারা যায়। এই শোক আমরা কীভাবে সইব। এখন ওর মুখটা শেষবারের মতো একবার দেখতে চাই। সরকারের কাছে আমাদের দাবি আমার ছেলের লাশটা যেন বাংলাদেশে আনতে পারি, সেই ব্যবস্থা করে দিক।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।