ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বোয়ালমারীতে বিএনপির ৭ নেতাকর্মী গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৩
বোয়ালমারীতে বিএনপির ৭ নেতাকর্মী গ্রেপ্তার

ফরিদপুর: আগামীকাল ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারকৃতদের ফরিদপুরের আদালতে পাঠানো হয়।

এর আগে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারকৃতরা হলেন- বোয়ালমারী উপজেলা বিএনপির সদস্য মো. লুৎফর রহমান, সাতৈর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, পৌর ছাত্রদল নেতা আল আমিন, চালিনগর গ্রামের ইয়াকুব হোসেনসহ সাতজন নেতাকর্মী।     

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, নাশকতা সৃষ্টির অভিযোগে থানায় দায়েরকৃত একটি মামলায় বিএনপি ও তার অঙ্গসংগঠনের সাতজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।