ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‘স্বাধীনতাবিরোধীরা ক্ষমতায় যাক এটা আমাদের কাম্য হওয়া উচিত নয়’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
‘স্বাধীনতাবিরোধীরা ক্ষমতায় যাক এটা আমাদের কাম্য হওয়া উচিত নয়’

পিরোজপুর: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশের রাষ্ট্র ক্ষমতায় স্বাধীনতাবিরোধীরা যাক এটা আমাদের কারোরই কাম্য হওয়া উচিত নয়।   আমরা চাই না দুর্নীতিবাজ তারেক জিয়ার দল আবার ক্ষমতায় আসুক, তারা লাফালাফি করুক, এজন্য আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

দলের ভেতরে কোনো বিভাজন করা যাবে না।

দলীয় নেতাকর্মীদের তিনি বলেন, আমাদের ভেতর মান-অভিমান থাকতে পারে, কিন্তু ঐক্যবদ্ধভাবে সবাইকে দলের জন্য কাজ করতে হবে। শেখ হাসিনা ক্ষমতায় না এলে আবার দেশ অন্ধকারে চলে যাবে। আবার প্রতিটি রন্দ্রে রন্দ্রে দুর্নীতি শুরু হবে। সন্ত্রাসীরা আবার মাথা চাড়া দিয়ে উঠবে। যুদ্ধাপরাধীরা স্বাধীন বাংলাদেশের পতাকা ফেলে দিয়ে চাঁদ তারা পতাকা উঠাতে চাইবে। নিশ্চয়ই সেটা আমরা হতে দিতে পারি না। উন্নয়নের স্বার্থে, শান্তির স্বার্থে, দুর্নীতি দূর করতে, সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে শেখ হাসিনাকে ভোট দেবেন।  

শুক্রবার (২৭ অক্টোবর) পিরোজপুর সদর উপজেলার পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্র উদ্বোধনকালে তিনি একথা বলেন।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান সাঈদ মাহমুদ বেলাল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বক্তব্য দেন-পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মাদ শফিউর রহমান, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাব্বির সাজ্জাদ, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এসএম বায়েজিদ হোসেন প্রমুখ।

জানা গেছে, দেশের তিনটি উপকূলীয় জেলার চারটি স্থানে আনুষাঙ্গিক সুবিধাদিসহ মৎস্য অবতরণ কেন্দ্র স্থাপন প্রকল্পের আওতায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) পিরোজপুরের পাড়েরহাটে ২.৩৬ একর জমির ওপর ১১ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে এ মৎস্য অবতরণ কেন্দ্রটি নির্মাণ করা হয়। ২০১৬ সালে এ কেন্দ্রটির নির্মাণকাজ শুরু করে ২০১৯ সালে শেষ হয়। শুক্রবার (২৭ অক্টোবর) এ অবতরণ কেন্দ্রটি উদ্বোধন করা হয়। কেন্দ্রটিতে অকশন ও প্যাকিংশেড, ইনস্পেকশন রুম, আইস প্লান্ট, চল্লিশটি আড়তঘর, আবাসিক ভবন, গভীর নলকূপ, জেনারেটর, কোয়ালিটি কন্ট্রোল ল্যাবসহ আধুনিক সব সুবিধাদী রয়েছে।

পরে মন্ত্রী ওই দিন বিকালে জেলার ইন্দুরকানী উপজেলা পরিষদ মিলনায়তনে এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ ছাড়া ইন্দুরকানী উপজেলার বালিপাড়া, চন্ডিপুর, পত্তাশী ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়সহ সরকারের উন্নয়ন তুলে ধরে নৌকা প্রতীকে ভোট চান।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।