ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কটিয়াদীতে ককটেল বিস্ফোরণ, ৫টি ককটেল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
কটিয়াদীতে ককটেল বিস্ফোরণ, ৫টি ককটেল উদ্ধার

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুষ্কৃতকারী। শুক্রবার (২৭ অক্টোবর) দিনগত রাত ১টার পর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৭ অক্টোবর) দিনগত রাত ১টার পর হেলমেট পরিহিত ছয় দুষ্কৃতকারী দুটি মোটরসাইকেলে করে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় যায়। পরে তারা সেখানে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত ৫টি ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।  

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদত হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, ৫টি ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।