ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

জামায়াতের সমাবেশস্থলে আহত হয়ে একজন ঢামেকে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
জামায়াতের সমাবেশস্থলে আহত হয়ে একজন ঢামেকে

ঢাকা: রাজধানীর আরামবাগে জামায়াতের সমাবেশস্থলে নোয়াব আলী (৬০) নামে একজন আহত হয়েছেন। তিনি দাবি করেছেন, তার পায়ে পুলিশের ছোড়া গুলি লেগেছে।

এসময় নিজেকে জামায়াতকর্মী বলে পরিচয় দেন নোয়াব।

শনিবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে আরামবাগ হাইস্কুলের পাশে তিনি আহত হন। পরে পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসেন।

আহত নোয়াব আলী নিজেই জানান, তার বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাটে। চারদিন আগে সমাবেশে যোগ দিতে ঢাকায় আসেন তিনি। আজ আরামবাগের সমাবেশে গিয়ে পুলিশের ব্যারিকেড ভাঙার সময় তাকে গুলি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আরামবাগ থেকে একজন হাসপাতালে এসেছেন। তার পায়ে গুলির আঘাত কি না এখনও জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
এজেডএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।