ঢাকা: রাজধানীর গুলিস্তানে বায়তুল মোকাররমের সামনে শিকড় পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
রোববার (২৯ অক্টোবর) সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে এই ঘটনা ঘটে।
তবে কে বা কারা এই আগুন দিয়েছে, সেটি জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা বলেন, আমরা উৎসব কাউন্টারে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ দেখি বাসে আগুন ধরে গেছে।
বাসের চালক মো. হালিম বলেন, মিরপুর থেকে যাত্রী নিয়ে আসছি। গুলিস্তানে আসার পর তিন-চারজন যাত্রী ছিল। তাদের নামানোর পর দেখি বাসের পেছন থেকে কালো ধোঁয়া উঠছে। সেটি দেখে নামার সঙ্গে সঙ্গে এক সেকেন্ডের মধ্যে গাড়িতে আগুন ধরে যায়।
গুলিস্তান আহাদ পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল বলেন, আমরা আশপাশে ছিলাম। আগুনের খবর পেয়ে এক মিনিটে চলে আসি। বাসের চালক জানিয়েছেন, ভেতরে তিন-চারজন যাত্রী ছিলেন। যাত্রী বেশে হয়তো কেউ এই কাজটি করে থাকতে পারেন।
রোববার সারা দেশে সকাল–সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদসহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো বিএনপির হরতালে সমর্থন দিয়েছে। এদিকে জামায়াতে ইসলামীও একইদিন সারা দেশে সকাল–সন্ধ্যা হরতাল ডেকেছে।
বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
এসসি/আরএইচ