ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সখীপুরে বাগানে পড়েছিল হাত-পা বাঁধা যুবকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
সখীপুরে বাগানে পড়েছিল হাত-পা বাঁধা যুবকের মরদেহ

টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে হাত-পা বাঁধা এক অজ্ঞাত যুবকের (৩৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

রোববার (২৯ অক্টোবর) সকালে উপজেলার কালমেঘা বেলতলী গ্রামের একটি আকাশমনি গাছের বাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই মরদেহের কোনো পরিচয় মিলেনি।  

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বাংলানিউজকে জানান, রোববার সকালে বেলতলী গ্রামে একটি আকাশমনি গাছের বাগান থেকে অজ্ঞাত যুবকের হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।  

এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশে সময়: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।