ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সড়কে ব্যক্তিগত গাড়ি কম, গণপরিবহন প্রায় স্বাভাবিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
সড়কে ব্যক্তিগত গাড়ি কম, গণপরিবহন প্রায় স্বাভাবিক

ঢাকা: বিএনপি-জামায়াতের ডাকা টানা ৭২ ঘণ্টার অবরোধের প্রথম দিন সকালে রাজধানীর সড়কে গণপরিবহন চলাচল প্রায় স্বাভাবিক রয়েছে। তবে একেবারেই কম রয়েছে ব্যক্তিগত গাড়ি।

 

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকে রাজধানীর শ্যামলী, আগারগাঁও, মহাখালী, বনানী, কুড়িল বিশ্বরোড এলাকা ঘুরে যানচলাচলের স্বাভাবিক চিত্র দেখা গেছে।

তবে ব্যক্তিগত গাড়ি কম থাকায় সড়ক রয়েছে তুলনামূলক ফাঁকা। গণপরিবহনে অফিসগামী যাত্রীদের ভিড় রয়েছে। গণপরিবহন কিছুটা কম থাকায় সিএনজিচালিত অটোরিকশায় দিতে হচ্ছে বাড়তি ভাড়া।

সিয়া মসজিদ থেকে আব্দুল্লাহপুরগামী আলিফ পরিবহনের চালক ফারুক জানান, বাস চলাচল প্রায় স্বাভাবিক রয়েছে। তবে সকালের দিকে পরিস্থিতি বিবেচনায় কিছু কম বাস ছাড়ছেন চালকরা। পরিস্থিতি স্বাভাবিক মনে হলে কিছুক্ষণ পরেই বাস চলাচল পুরো স্বাভাবিক হয়ে যাবে।

মহাখালী এলাকায় অফিস করতে শ্যামলীতে বাসের জন্য অপেক্ষায় ছিলেন রায়হান নামে একজন বেসরকারি চাকরিজীবী। তিনি জানান, বাস চলাচল স্বাভাবিক থাকলেও অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম রয়েছে। এর ফলে বাসে প্রচুর ভিড়ের কারণে উঠতে সমস্যা হচ্ছে। এ সুযোগে সিএনজি চালিত অটোরিকশাগুলো গন্তব্যে যেতে প্রতিদিনের চেয়ে বেশি ভাড়া দাবি করছে।

তিনি বলেন, অবরোধই হোক আর হরতালই হোক, আমরা যারা চাকরিজীবী তাদেরকে নির্ধারিত সময়েই অফিস করতে হবে। গত কয়েক দিনে বিভিন্ন এলাকায় বাস জ্বালাও-পোড়াওয়ের কারণে কিছুটা আতঙ্ক থাকলেও আমাদের অফিস যেতে বের হতেই হচ্ছে।  

এদিকে, রাজধানীর বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর বাড়তি তৎপরতা দেখা গেছে। মোড়ে মোড়ে পুলিশের বাড়তি উপস্থিতি রয়েছে, টহলরত দেখা গেছে চাকরিজীবী গাড়ি।

শ্যামলী এলাকায় দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা জানান, অবরোধে যেকোনো ধরনের সহিংসতা এড়াতে বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, বিজিবির স্পেশাল টিম, র‌্যাপিড অ্যাকশন টিমসহ রাজধানীজুড়ে টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
পিএম/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।