ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শ্যামলিতে বাসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৩
শ্যামলিতে বাসে আগুন

ঢাকা: রাজধানীর শ্যামলিতে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে কে বা কারা।

বুধবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শ্যামলি স্কয়ারের সামনে ওয়েলকাম পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

ডিএমপি ট্রাফিক মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) ইমরুল জানান, ওয়েলকাম পরিবহনে যাত্রীবেশে উঠে আগুন দিয়ে বাসটি থেকে নেমে যায় কয়েকজন দুষ্কৃতিকারী।

উপস্থিত জনতা দ্রুত ব্যবস্থা নেওয়ায় বাসের আগুনে নেভানো সম্ভব হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি। কারা এ অপকাণ্ড ঘটিয়েছে তাদের খোঁজা হচ্ছে বলেও জানান ইমরুল।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৩
পিএম/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।