ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফের খুলনায় প্রধানমন্ত্রীর জনসভার তারিখ পরিবর্তন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৩
ফের খুলনায় প্রধানমন্ত্রীর জনসভার তারিখ পরিবর্তন

খুলনা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনায় জনসভার নির্ধারিত তারিখের আবারও পরিবর্তন করা হয়েছে। জনসভাটি ১১ নভেম্বরের পরিবর্তে ১৩ নভেম্বর খুলনার সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হবে।

ওই দিন সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এর আগে জনসভাটি ৯ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন জানান, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজের কারণে ১১ নভেম্বরের পরিবর্তে প্রধানমন্ত্রীর জনসভা ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগ নেতারা জানান, প্রথমে প্রধানমন্ত্রীর খুলনায় আসার কথা ছিল ৯ নভেম্বর। পরবর্তীতে দুদিন তারিখ পিছিয়ে ১১ নভেম্বর নির্ধারণ করা হয়। বুধবার আরও দুদিন পিছিয়ে ১৩ নভেম্বর নির্ধারণ করা হয়।

বাংলাদেশ সময়: ০০২৭ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৩
এমআরএম/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।