ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কনস্টেবল আমিরুল হত্যার আসামি যুবদল নেতা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৩
কনস্টেবল আমিরুল হত্যার আসামি যুবদল নেতা গ্রেপ্তার

ঢাকা: ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশে সহিংসতায় পুলিশ কনস্টেবল মো. আমিরুল ইসলাম পারভেজ হত্যা মামলার অন্যতম আসামি সুনামগঞ্জ জেলা যুবদল সভাপতি আনসার উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার (৩ নভেম্বর) তাকে সিলেট থেকে গ্রেপ্তারের বিষয়টি জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।

তিনি জানান, গত ২৮ অক্টোবর ঢাকায় সহিংসতায় পুলিশ সদস্য কনস্টেবল আমিরুল হত্যা মামলার অন্যতম আসামি সুনামগঞ্জ জেলা যুবদল সভাপতি আনসার উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এদিকে পুলিশ কনস্টেবল আমিরুল হত্যার মূল আসামি আপন আহম্মেদকে (৪৫) বৃহস্পতিবার (২ নভেম্বর) পটুয়াখালীর গলাচিপা থেকে গ্রেপ্তার করা হয়।

গভীর রাতে গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকায় আনা হয়।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৩
পিএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।