ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

হোসেনপুরে জেলহত্যা দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৩
হোসেনপুরে জেলহত্যা দিবস পালিত

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জেলহত্যা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার (৩ নভেম্বর) সকালে উপজেলা সদরে অবস্থিত শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণিতে স্থাপিত শহীদ সৈয়দ নজরুল ইসলামের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জহিরুল ইসলাম নুরু মিয়া ও সাধারণ সম্পাদক এম এ হালিমসহ দলীয় নেতাকর্মীরা।
পরে জাতীয় চার নেতা ও বঙ্গবন্ধুর আত্মার প্রতি মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।