ঢাকা, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

রাজধানীতে আড়াই ঘণ্টায় ৪ যাত্রীবাহী বাসে আগুন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০২, নভেম্বর ৫, ২০২৩
রাজধানীতে আড়াই ঘণ্টায় ৪ যাত্রীবাহী বাসে আগুন

ঢাকা: রাতে রাজধানী ঢাকায় আড়াই ঘণ্টার মধ্যে চারটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, গুলিস্তান ও সায়দাবাদে এসব ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (৪ নভেম্বর) ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এ দিন সন্ধ্যা সাড়ে ৭টায় নিউমার্কেটের ৪ নম্বর গেটের সামনে ও সায়েন্সল্যাব মাল্টিপ্ল্যান মার্কেটের সামনে ৭টা ৩৫ মিনিটে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তৎক্ষণাৎ তিনি জানান, প্রায় একই সময়ে বাস দুটিতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি করে ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কে বা কারা বাস দুটিতে আগুন দিয়ে পালিয়ে গেছে সেটি জানা যায়নি। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর জানাতে পারেননি তিনি।

পরে রাত ৭টা ৫৫ মিনিটে রাজধানীর সায়দাবাদ জনপথের মোড়ে আরও একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার খবর পাওয়া যায়।  

যোগাযোগ করা হলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সায়দাবাদ জনপথের মোড়ে ফ্লাইওভারের নিচে যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সবশেষ বাসে আগুনের দেওয়ার ঘটনাটি ঘটে রাত ১০টায় রাজধানীর গুলিস্তানে। তৎক্ষণাৎ এ তথ্যটি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাকিবুল হাসান।

তিনি জানান, রাত ১০টার দিকে গুলিস্তান পাতাল মার্কেটের সামনে মঞ্জিল পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

পরে ফায়ার সার্ভিস থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।