ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জনসভা থেকে ফেরার পথে আ.লীগ কর্মী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩
জনসভা থেকে ফেরার পথে আ.লীগ কর্মী নিহত

জয়পুরহাট: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় আওয়ামী লীগের জনসভা শেষে ফেরার পথে ট্রাকের ধাক্কায় খোকন নামের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আব্দুল কাদের নামের আরও এক কর্মী।

 

শনিবার (০৪ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে কালাই পৌর শহরের দুরঞ্জ মহল্লায় পাঁচশিরা-মাত্রাই সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খোকন কালাই উপজেলার বলি-শিব সমুদ্র গ্রামের নুর আলমের ছেলে। আর আহত আব্দুল কাদের একই গ্রামের জয়নাল হোসেন ফকিরের ছেলে।  

এ তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসীম আল বারী।  

ঘটনার পর হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।  

জানা যায়, শনিবার বিকেলে জয়পুরহাটের ক্ষেতলাল পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর আওয়ামী লীগ জনসভার আয়োজন করে। সন্ধ্যায় সভা শেষে খোকন মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। তার মোটরসাইকেলে ছিলেন আব্দুল কাদের।  

পথে কালাই পৌর শহরের দুরঞ্জ মহল্লা এলাকায় একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক খোকনকে মৃত ঘোষণা করেন।  

কালাই থানার ওসি বলেন, ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে গেছে। তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ০৭৩৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।