ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শাহজাদপুরে দুর্বৃত্তের আগুনে পুড়ল আ.লীগ কার্যালয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩
শাহজাদপুরে দুর্বৃত্তের আগুনে পুড়ল আ.লীগ কার্যালয়

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা। এতে অফিসের আসবাবপত্রসহ চালের টিন পুড়ে ছাই হয়ে গেছে।

 

রোববার (৫ নভেম্বর) ভোরে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের বাদলবাড়ী এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে আসার আগেই অফিসের টিন ও আসবাবপত্র পুড়ে যায়। পরে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

শাহজাদপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়ার হাউজ ইন্সপেক্টর মো. রেজাউল করিম জানান, রাত ২টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেছি।   

শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল হামিদ লাবলু বলেন, এটা পরিস্কার বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাসীরা এ অগ্নিকাণ্ড ঘটিয়েছে। ওরা দিনে আসতে পারে না। রাতে যখন কেউ থাকে না তখন গান পাউডার কিংবা পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়। তারা এর আগেও বেলতৈল ও পোরজনা ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে পেট্টোল বোমা হামলা করেছিল।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, হাবিবুল্লাহনগর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে আগুন লাগার খবর পেয়ে  ফায়ার সার্ভিস সদস্যদের নিয়ে রাতেই ঘটনাস্থলে যাই। আগুন নিয়ন্ত্রণ হলেও অফিসের টিন ও আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে গেছে। কে বা কারা আগুন দিয়েছে সে বিষয়ে তদন্ত চলছে।  

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।