ঢাকা, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

নাটোরে অবরোধের সমর্থনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২২, নভেম্বর ৫, ২০২৩
নাটোরে অবরোধের সমর্থনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

নাটোর: দেশব্যাপী বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির প্রথম দিনে ঝটিকা মিছিল করেছেন নেতাকর্মীরা। এ সময় তারা সড়কের ওপরে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।

রোববার (০৫ নভেম্বর) ভোরে রাজশাহী-নাটোর মহাসড়কের একডালা এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন তারা।

কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, বিএনপি নেতা ভিপি তুষার, স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল রনি, জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ। পরে পুলিশ এসে পরিস্থিতির নিয়ন্ত্রণ করে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।