ঢাকা, শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

গাজীপুরে অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৯, নভেম্বর ৫, ২০২৩
গাজীপুরে অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় সিএনজিচালিত একটি অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

ওই অটোরিকশা চালক আব্দুল ছালাম জানান, শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকা থেকে যাত্রী নিয়ে তিনি জৈনাবাজার যাচ্ছিলেন। একপর্যায়ে তার অটোরিকশাটি এমসি বাজার এলাকায় পৌঁছায়। এ সময় সামনে দাঁড়িয়ে কয়েকজন চলন্ত অটোরিকশায় ইটপাটকেল নিক্ষেপ করে। পরে অটোরিকশা থামালে যাত্রীরা নেমে যায় এবং পেট্রল ঢেলে ওই যুবকেরা অটোরিকশায় আগুন ধরিয়ে দেয়। ইট পাটকেল ছুড়ার সময় তিনিসহ যাত্রীরা আহত হয়।

মাওনা হাইওয়ে থানার পরিদর্শক (ট্রাফিক) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে কে বা কারা অগ্নিসংযোগ করেছে তা জানা যায়নি।

বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩
আরএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।