ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৩
খুলনায় সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত ছবি: প্রতীকী

খুলনা: খুলনার পাইকগাছা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আয়শা খাতুন (১৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন তার স্বামী সাদ্দাম হোসেন।

সোমবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার কপিলমুনির আগড়ঘাটার ভেদামারী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও নিহত আয়শার পরিবার জানায়, প্রায় আট মাস আগে কপিলমুনির প্রতাপকাটি এলাকার বাসিন্দা কাঁকড়া ব্যবসায়ী সাদ্দামের সঙ্গে রাড়ুলীর ষষ্ঠীতলা এলাকার আয়শার বিয়ে হয়। দুপুরে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে বাবার বাড়িতে আসার সময় পথিমধ্যে ভেদামারী এলাকায় পৌঁছালে মোটরসাইকেল থেকে পড়ে যায় আয়শা। এ সময় পেছন থেকে আসা একটি বাস তার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় সাদ্দাম গুরুতর আহত হয়েছে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৩
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।