ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৩
মেহেরপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩ 

মেহেরপুর: জেলার সদর থানা পুলিশের অভিযানে বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত দুই আসামিসহ মোট তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) সকালের দিকে সদর থানা পুলিশের এএসআই শাকিল খানের নেতৃত্বে পুলিশের একটি টিম পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তাররা হলেন মেহেরপুর শহরের ঘোষপাড়ার আবু বক্করের ছেলে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন, সদর উপজেলার খন্দকার পাড়া গ্রামের বাবুল হোসেনের ছেলে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মুন্না হোসেন এবং সদর উপজেলার আমদহ গ্রামের মাদকের মামলার আসামি শরিফ উদ্দিনের ছেলে রিজু আহমেদ।

গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।