ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

মেয়াদ বাড়লো আশুগঞ্জ গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৩
মেয়াদ বাড়লো আশুগঞ্জ গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের

ঢাকা: আশুগঞ্জ ৫৫ মেগাওয়াট গ্যাসভিত্তিক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ বাড়লো পাঁচ বছর। মেয়াদের পাশাপাশি ব্যয় বেড়েছে এক হাজার ২০৫ কোটি ৪০ লাখ টাকা।

একই সঙ্গে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় ১০০ মেগাওয়াট (এসি) সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ট্যারিফসহ ৬৯ কোটি ৪২ লাখ টাকায় ২৪ হাজার ৩০০টি এসপিসি পোল কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা বৈঠকে এ সংক্রান্ত পৃথক প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।  

তিনি জানান, বিদ্যুৎ বিভাগের অধীন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক আশুগঞ্জ ৫৫ মেগাওয়াট গ্যাসভিত্তিক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ বাড়ানো ও ট্যারিফ অনুমোদন দেওয়া হয়েছে। বর্ধিত মেয়াদে পাঁচ বছরে স্পন্সর কোম্পানি প্রিসিশন এনার্জি লিমিটেডকে এক হাজার ২০৫ কোটি ৪০ লাখ টাকা পরিশোধ করতে হবে।

বিদ্যুৎ বিভাগের অধীন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় ১০০ মেগাওয়াট (এসি) সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ট্যারিফ অনুমোদন দেওয়া হয়েছে। ট্যারিফ ভিত্তিতে বিদ্যুৎ ক্রয় করা হলে ২০ বছর মেয়াদে কনসোর্টিয়াম অব (১) ক্যাসিওপিয়া ফ্যাশন লিমিটেড, জিজি ক্লিন এনার্জি ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড এবং ক্যাসিওপিয়া অ্যাপারেলস লিমিটেডকে প্রতি কিলোওয়াট ঘণ্টা ১১.০৫ টাকা হিসাবে আনুমানিক ২০ বছর মেয়াদে আনুমানিক তিন হাজার ৫৮০ কোটি ৮০ লাখ টাকা পরিশোধ করতে হবে। বোর্ড কর্তৃক বিদ্যুৎ বিভাগের অধীন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বাপবিবো) মাধ্যমে বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন (খুলনা বিভাগ) প্রকল্পের লট-২ এর আওতায় ২৪ হাজার ৩০০টি এসপিসি পোল যৌথ উদ্যোগে ক্যাসেল কনস্ট্রাকশন কোং লিমিটেড, দাদা ইঞ্জিনিয়ারিং লিমিটেড এবং রয়্যাল গ্রীন প্রোডাক্টস লিমিটেডের কাছ থেকে ৬৯ কোটি ৪২ লাখ ২৮ হাজার ৮৬২ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

বিদ্যুৎ বিভাগের অধীন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বাপবিবো) মাধ্যমে চারটি বিতরণ অঞ্চলে বর্তমান সিস্টেমের সঙ্গে উন্নত প্রযুক্তি ব্যবহারে জন্য আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে যৌথ উদ্যোগে ইতালির সিইএসআই এবং বাংলাদেশ এসএস সলিউশনকে ৬৯ কোটি ৯২ লাখ ৫৮ হাজার ২২০ টাকায় নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া বিদ্যুৎ বিভাগের অধীন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মাধ্যমে ‘ঘোড়াশাল ৪র্থ ইউনিট রি-পাওয়ারিং’ প্রকল্পের বিদ্যমান স্টিম টারবাইনের মেরামতের কাজের জন্য চায়না এনার্জি ইঞ্জিনিয়ারিং গ্রুপকে ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ১০৮ কোটি ৮৩ লাখ ৫৫ হাজার ৪৪৮ টাকা ব্যয় বাড়িয়ে ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২৩
জিসিজি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।