ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৩
আশুলিয়ায় পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

সাভার (ঢাকা): ঢাকার সাভারের আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে পিকআপ ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী জাকির দেওয়ান (৩৮) আশুলিয়ার কবিরপুর তেলিবাজার এলাকার মৃত মোহাম্মদ আলী দেওয়ানের ছেলে।

নওরোজ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন বলেন, আজ সন্ধ্যায় অটোরিকশায় জিরানী থেকে কবিরপুর আসছিলেন জাকির দেওয়ান নামে এক ব্যক্তি। এ সময় পেছন থেকে আসা একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হয়েছেন রিকশাচালকসহ আরও দুইজন। তবে তাদের পরিচয় মেলেনি। এ ঘটনায় পিকআপ ভ্যানটি আটক করা গেলেও এর চালক পালিয়ে গেছে। মরদেহ থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৩ 
এসএফ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।