ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কোমরে লুকিয়ে সোয়া কোটি টাকার স্বর্ণ পাচারের চেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৩
কোমরে লুকিয়ে সোয়া কোটি টাকার স্বর্ণ পাচারের চেষ্টা

সাতক্ষীরা: কোমরে ১০টি সোনার বার লুকিয়ে ভারতে পাচারের জন্য সীমান্তে যাওয়ার পথে বিজিবির হাতে আটক হয়েছেন মো. আশরাফুল ইসলাম (২৪) নামে এক পাচারকারী। এ ১০টি সোনার বারের ওজন এক কেজি ৪১০ গ্রাম।

যার দাম এক কোটি ২৪ লাখ ৩৬ হাজার ২০০ টাকা।  

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকার বাঁশকল চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।

আটক আশরাফুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের নূর হামজার ছেলে।

সাতক্ষীরা ৩৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সকালে স্বর্ণ পাচার হবে-এমন খবরের ভিত্তিতে ভোমরা বিওপির নায়েক মো. আসাদুজ্জামানের নেতৃত্বে বিজিবির একটি দল ভোমরার বাঁশকল এলাকায় অবস্থান নেয়। এর মধ্যে ওই এলাকা দিয়ে বাইসাইকেলে করে সীমান্তের দিকে যাচ্ছিলেন আশরাফুল ইসলাম নামে এক যুবক। এসময় দেহ তল্লাশি করে তার কোমরে লুকানো ১০টি স্বর্ণের বার পাওয়ায় তাকে আটক করা হয়।  

বিজিবি আরও জানায়, এ ঘটনায় মামলা দিয়ে আটক যুবককে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। আর স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।