ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৩
নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী

ঢাকা: বাংলাদেশের নির্বাচন দেশটির অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে অরিন্দম বাগচী বলেন, ঘনিষ্ঠ বন্ধু ও সহযোগী হিসেবে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান করে ভারত। পাশাপাশি বাংলাদেশকে স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ভারত সমর্থন অব্যাহত রাখবে।

দিল্লিতে বৃহস্পতিবারের সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও বিরোধীদলীয় নেতাদের গ্রেপ্তারের বিষয়ে প্রশ্ন করা হলে এ নিয়ে কোনো মন্তব্য করেননি বাগচী।  

তিনি বলেন, বাংলাদেশের পলিসি নিয়ে আমরা মন্তব্য করতে চাই না। বাংলাদেশের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়।  

এর আগেও অরিন্দম বাগচী বলেছিলেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।

বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৩
টিআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।