ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে হবে

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৮, নভেম্বর ১১, ২০২৩
চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে হবে সালমান এফ রহমান, ফাইল ফটো

নবাবগঞ্জ (ঢাকা): প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, শিক্ষার্থীদের আগামী বিশ্বের চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় প্রস্তুত করতে হবে।

শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে নবাবগঞ্জ উপজেলায় নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, শিক্ষকতা একটি মহান পেশা। আপনারা মানুষ গড়ার কারিগর। আমাদের নতুন প্রজন্ম বিনির্মাণে আপনাদের ভূমিকা অনস্বীকার্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় ইতোমধ্যে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। তাই সুন্দর আগামী ভবিষ্যৎ প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের মেধাবী হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার মান উন্নত করতে হবে। তাই আপনাদের আগামীর জন্য কাজ করতে হবে। শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আপনারা জেনেছেন সামনে চতুর্থ শিল্প বিপ্লব আসছে। এ প্রযুক্তিটি কীভাবে আগাচ্ছে। আমাদের সবাইকে কিন্তু এটা ব্যবহার করতে হবে। সেগুলো যেন আমাদের শিক্ষার্থীরা সঠিক ব্যবহার করতে পারে। সেজন্য শিক্ষার্থীদের আগামী বিশ্বের চতুর্থ শিল্প বিপ্লব  মোকাবিলায় প্রস্তুত করতে হবে। তা না হলে আমরা পিছিয়ে পড়বো।

বিএনপিকে উদ্দেশ্য করে সালমান ফজলুর রহমান বলেন, এখনো সময় আছে নির্বাচনে অংশগ্রহণ করুন। জ্বালাও-পোড়াও করে কোনো সমাধান আসবে না। দেশের মানুষের জীবননাশ করে, ভয়ভীতি প্রদর্শন করে ক্ষমতায় আসা যায় না। এভাবে জনগণের মন জয় করাও সম্ভব নয়। তাই আমি বলবো- সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশগ্রহণই আপনাদের একমাত্র পথ। নির্বাচনে আসুন, ভোটে জয়ী হলে তবেই ক্ষমতায় আসতে পারবেন।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন, সহ-সভাপতি নাসির উদ্দিন ঝিলু, সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজের অধ্যক্ষ প্রফেসর সদানন্দ মধু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজালাল, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. দেলোয়ার হোসেন খান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রইস উদ্দিন মিলন, উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জহিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী রাসেদ মামুন।  

উপস্থিত ছিলেন- দোহার সার্কেলের সিনিয়র এএসপি আশরাফুল আলম, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমত, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান, সহ-সভাপতি সাফিল উদ্দিন মিয়া, মো. ইব্রাহীম খলিল, নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ প্রমুখ।

এর আগে দুপুর ১২টার দিকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীতকরণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন ও পাঁচটি কমিউনিটি ক্লিনিক উদ্বোধন অনুষ্ঠানের সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে সালমান এফ রহমান বলেন, আগামীতে কমিউনিটি ক্লিনিকের সঙ্গে হাসপাতালের টেলিযোগাযোগ স্থাপন করা হবে। তাতে অনেক রোগীকে কমিউনিটি ক্লিনিক থেকে এখানে আসতে হবে না। এখান থেকে টেলিমেডিসিনের ব্যবস্থা করা হবে। যাতে ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসকরা টেলিমেডিসিনের মাধ্যমে গ্রামের রোগীদের চিকিৎসা দিতে পারেন।

ঢাকা জেলা সিভিল সার্জন ডা. এ এইচ এম শাহাবুদ্দীনের সভাপতিত্বে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। ধন্যবাদ স্বাস্থ্যমন্ত্রীসহ সংশ্লিষ্টদের। সারাদেশের চারটি প্রকল্পের মধ্যে নবাবগঞ্জ ও দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণ করা হয়েছে।

সালমান এফ রহমান বলেন, শুধু নবাবগঞ্জ নয়, আশপাশের উপজেলা থেকেও এখানে চিকিৎসাসেবা নিতে আসেন রোগীরা। হাসপাতালটা নদীর পাশে অবস্থিত। সে কথা চিন্তা করে হাসপাতালটির স্ট্যান্ডার্ড ডিজাইন নয়, স্পেশাল ডিজাইন করেছি। ভেতরে নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা হলে বাংলাদেশে এটি মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম।

এরপর বিকেলে সালমান এফ রহমান দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নে স্থানীয় সরকার অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেন। দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীতকরণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন ও জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সুধী সমাবেশে বক্তব্য দেন তিনি।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।