ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

জাতীয়

ফতুল্লায় মিলল বিকাশ এজেন্টের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫০, নভেম্বর ১১, ২০২৩
ফতুল্লায় মিলল বিকাশ এজেন্টের মরদেহ

নারায়ণগঞ্জ: জেলার ফতুল্লায় আতিকুল ইসলাম নামে এক বিকাশ এজেন্টের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ফতুল্লার আলীগঞ্জ ওলি হাজির ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আতিকুল আলীগঞ্জ এলাকার ইকবাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া বশির হাওলাদারের ছেলে।

নিহতের বাবা বশির হাওলাদার জানান, গত বৃহস্পতিবার রাতে সম্রাট নামে আরেক বিকাশ এজেন্ট পাওনা ৫০ হাজার টাকা দেওয়ার জন্য আতিকুলকে ডেকে নেয়। এরপর থেকে আতিকুল নিখোঁজ। নিখোঁজের রাতে আতিকুলকে একাধিকবার ফোন করার পর একবার ফোন রিসিভ করে বলে, আমি মাহফিলে।

তিনি ধারণা করে বলেন, ঘাতকরা জিম্মি করে তার টাকা লুটে নেওয়ার জন্যই তাকে দিয়ে মাহফিলে থাকার কথা মিথ্যা বলিয়েছে। টাকা লুটে নিয়ে গলায় ও পেটে ছুরিকাঘাত করে হত্যার পর আতিকুলকে ডোবায় ফেলে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নিখোঁজের রাতেই ফতুল্লা মডেল থানায় জিডি করতে গিয়েছিলাম। ওই রাতে পুলিশ জিডি নেয়নি। পরে শুক্রবার সকালে গিয়ে জিডি করেছি। হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার চাই।

১১ ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
এমআরপি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।