ঢাকা, শুক্রবার, ৩০ কার্তিক ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মিরপুর ১৩ নম্বরে যান চলাচল স্বাভাবিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
মিরপুর ১৩ নম্বরে যান চলাচল স্বাভাবিক

ঢাকা: রাজধানীর মিরপুর ১৩ নম্বর প্রধান সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে। পোশাক কারখানার শ্রমিকরা ফের বেতন বাড়ানোর দাবিতে এক ঘণ্টা সড়কটি অবরোধ করে রাখেন।

তবে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। যা আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

শনিবার (১১ নভেম্বর) দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত রাজধানীর মিরপুর ১৩ নম্বর পুলিশ কনভেনশন হলের সামনের সড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম বাংলানিউজকে বলেন, পোশাকশ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে দুপুরে রাস্তায় নেমেছিলেন। শ্রমিকরা সড়ক থেকে সরে গেছে। এখন সড়কটিতে যান চলাচল স্বাভাবিক।

গত মঙ্গলবার (৭ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণের ঘোষণা দেন। অন্যদিকে শ্রমিক নেতারা ঘোষিত মজুরি প্রত্যাখ্যান করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
এমএমআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।