ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

গাবতলী-গুলিস্তান-মতিঝিলে বাসে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
গাবতলী-গুলিস্তান-মতিঝিলে বাসে আগুন

ঢাকা: রাজধানীর গাবতলী, গুলিস্তান ও মতিঝিলে একটি করে মোট তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

জানা গেছে, গাবতলী বাসস্ট্যান্ডে রাত ৮টা ৩৫ মিনিটে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। মতিঝিলে বাসে আগুন দেওয়া হয় রাত ৮টা ২০ মিনিটে। নটরডেম কলেজের সামনে ঘটনাটি ঘটে।

গুলিস্তানে বাসে আগুন দেওয়ার ঘটনাটি ঘটে রাত ৯টায়। সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে সময় নিয়ন্ত্রণ নামে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

শনিবার (১১ নভেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বাসে আগুনের খবর পেয়ে তিনটি স্থানেই ফায়ার সার্ভিসের দুটি করে মোট ছয়টি ইউনিট নিয়ন্ত্রণের জন্য যায়। কর্মীরা আগুন নির্বাপণের কাজ করছে।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
এজেডএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।