ঢাকা, শুক্রবার, ৩০ কার্তিক ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিএনপির অবরোধ প্রত্যাখ্যান করেছে জনগণ: পরিবেশমন্ত্রী

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
বিএনপির অবরোধ প্রত্যাখ্যান করেছে জনগণ: পরিবেশমন্ত্রী বক্তব্য রাখছেন পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, জামায়াত-বিএনপির হরতাল, অবরোধসহ জ্বালাও-পোড়াও আন্দোলন প্রত্যাখ্যান করেছে সাধারণ জনগণ। হরতালের নামে নৈরাজ্য কোনো অবস্থাতেই মেনে নেওয়া যাবে না।

সাধারণ মানুষের দুর্ভোগ হয় এমন কর্মসূচি থেকে বিএনপিকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।

রোববার (১২ নভেম্বর) বিকালে মৌলভীবাজার জেলার জুড়ীতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৭১ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ের চতুর্থতলা বিশিষ্ট একাডেমিক ভবনের প্রথম তলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় পরিবেশমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্ববাসীর কাছে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমাদের দেশের উন্নয়ন দেখে বিদেশিরাই এখন প্রধানমন্ত্রীর প্রশংসা করছেন। দেশের এই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা মার্কার কোনো বিকল্প নেই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট চাই।

কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনফর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর পিএস (যুগ্ম সচিব) আক্তারুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রঞ্জন চন্দ্র দে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়া, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান রনজিতা শর্মা, উপজেলা ভাইস-চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, পশ্চিম জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুবায়ের হাসান জেবলু, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম প্রমুখ।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মিফতা আহমেদ রিটন, আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম, আব্দুল কাইয়ুম, শাহজাহান মিয়া, আতিকুর রহমান, যুবলীগ নেতা অ্যাডভোকেট আব্দুল মতিন, জুয়েল রানা, মো. শাহ আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৮৩৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
বিবিবি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।