ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

জয়পুরহাট: জয়পুরহাটে পিকআপের ধাক্কায় জনি হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

 

সোমবার (১৩ নভেম্বর) বেলা ১১টায় জয়পুরহাট-পাহাড়পুর সড়কের দুর্গাদহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত জনি হোসেন উপজেলার ভাদসা ইউনিয়নের ছাওয়াল পাড়া গ্রামের মোকছেদ আলীর ছেলে। আহত ছামিউল ইসলাম নওগাঁর বদলগাছী উপজেলার রসুলপুর গ্রামের আসলাম হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, জনি, ছামিউল ইসলামকে নিয়ে জয়পুরহাট শহরে মোটরসাইকেল মেরামতের কাজে দোকানে যাচ্ছিলেন। পথেমধ্যে দুর্গাদহ বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মুরগি বহনকারী পিকআপ তাকে ধাক্কা দেয়। এ সময় গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় ছামিউল ইসলামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রেফার  করা হয়।

জয়পুরহাট সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নোমান হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।