ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে অর্ধকোটি টাকার হেরোইনসহ কারবারি আটক

 ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
সিরাজগঞ্জে অর্ধকোটি টাকার হেরোইনসহ কারবারি আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় অভিযান চালিয়ে ৫৭৫ গ্রাম হেরোইনসহ মো. জাকারিয়া (৩৮) নামে এক বিক্রেতাকে আটক করেছ র‌্যাব-১২ সদস্যরা। যার বাজার মূল্যে ৫০ লাখ টাকার বেশি।

বুধবার (১৫ নভেম্বর) ভোরে ঢাকা-রাজশাহী মহাসড়কে সলঙ্গা থানার রামারচর মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।  

আটক জাকারিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের ছাবানিয়া গ্রামের মো. এনামুল হকের ছেলে।  

দুপুরে র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানির কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।  

সংবাদ বিজ্ঞপ্তিতে থেকে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রামারচর মোড়ে নিউ রুপালি হোটেলের সামনে অভিযান চালিয়ে জাকারিয়াকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫৭৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক কেনা-বেচা করে আসছিলেন বলে জানান জাকারিয়া।  

এ ঘটনায় সলঙ্গা থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।