ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হিলিতে বিজিবি ও বিএসএফের বৈঠক অনুষ্ঠিত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
হিলিতে বিজিবি ও বিএসএফের বৈঠক অনুষ্ঠিত 

দিনাজপুর: হিলিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিএসএফের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি শ্রী মহেন্দ্র সিং এর নেতৃত্বে ১৪ সদস্যের একটি দল হিলি জিরো পয়েন্ট দিয়ে প্রবেশ করেন হিলি সিপি বিজিবি ক্যাম্পে।

পরে তাদেরকে ফুল দিয়ে বরণ করেন বিজিবি সদস্যরা।

পরে সীমান্তে নিরীহ মানুষ হত্যা বন্ধ, চোরাচালান, মাদকপাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধের লক্ষ্যে দুই ঘণ্টাব্যাপী সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়।  

বৈঠকে ২০- বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান ভুঁইয়া উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর জানান, সীমান্তে হত্যা ও মাদক চোরাচালান শূণ্যের কোটায় নামিয়ে আনা, অবৈধ সীমান্ত পারাপার, কাঁটা তারের বেড়া কর্তন বন্ধসহ দুই বাহিনীর সম্পর্ক আরও দৃঢ় করতে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।