ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকার রাস্তায় এপিসিসহ র‌্যাবের ৬০ টহল টিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
ঢাকার রাস্তায় এপিসিসহ র‌্যাবের ৬০ টহল টিম ফাইল ছবি

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন কমিশন সংলগ্ন এলাকায় র‌্যাব স্পেশাল ফোর্সেসের বিশেষায়িত যানবাহন এপিসিসহ ৭টি টহল টিম মোতায়েন রয়েছে।

এছাড়া, রাজধানীজুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাবের ৬০টি টহল টিম দায়িত্বপালন করছে।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর নির্বাচন কমিশন সংলগ্ন এলাকায় বিশেষায়িত যানবাহন এপিসিসহ র‌্যাব স্পেশাল ফোর্সেসের ৭টি টহল টিম মোতায়েন করা হয়েছে।

এছাড়াও রাজধানীর নিরাপত্তায় ঢাকায় র‌্যাবের ৬০টি টহল টিম মোতায়েন করা হয়েছে বলে জানান  কমান্ডার খন্দকার আল মঈন।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।