ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কালিয়াকৈরে বাসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
কালিয়াকৈরে বাসে আগুন

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় তাকওয়া পরিবহন নামে একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।  

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা ওই বাসে অগ্নিসংযোগ করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সফিপুর এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা তাকওয়া পরিবহনের একটি মিনিবাসে কয়েকজন যুবক আগুন দিয়ে পালিয়ে যান। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। এর মধ্যেই বাসটির অধিকাংশ পুড়ে যায়। পরে স্থানীয় লোকজন বাসের আগুন নেভায়। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা পেট্রল ঢেলে বাসটিতে আগুন দিয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বাংলানিউজকে জানান, মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসটিতে পেট্রল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বাসের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ০৯৩১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
আরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।