ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় চিকিৎসক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় চিকিৎসক নিহত

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে সোয়াদুল ওমাম (৩৩) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার ডুলাহাজারা পাগলির বিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোয়াদুল ওমাম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার শাহাজান চৌধুরীর ছেলে। তিনি চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ছিলেন।

মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, কক্সবাজারগামী যাত্রীবাহী মাইক্রোবাস ও চট্টগ্রামগামী মিনি ট্রাকের সংঘর্ষে সোয়াদুল ওমাম নামে এক চিকিৎসক নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
এসবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।