ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মিধিলি: বরগুনায় এখনও ট্রলারসহ ২৫ জেলে নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
মিধিলি: বরগুনায় এখনও  ট্রলারসহ ২৫ জেলে নিখোঁজ

বরগুনা: বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে উপকূলীয় বরগুনার নিখোঁজ হওয়া জেলেদের মধ্যে এখন ২৫ জনের খোঁজ মিলছে না।  

শনিবার (১৮ নভেম্বর) বিকেলে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি বলেন, গত শুক্রবার (১৭ নভেম্বর) পাথরঘাটা থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মিধিলির প্রভাবে ১২ জন জেলেসহ ‘মায়ের দোয়া’ নামে একটি ট্রলার ডুবে যায়। ১২ জন জেলের মধ্যে চারজনকে ভাসমান অবস্থায় পটুয়াখালীর মহিপুরে একটি ট্রলার উদ্ধার করে। বাকি আটজন জেলের এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি।  

অন্যদিকে, সাগরে থাকা নিখোঁজ ট্রলারগুলোর মধ্যে শুধু মাত্র এলাহি ভরসা ট্রলারটির এখনও সন্ধান পাননি জেলেরা। ওই ট্রলারে ১৭ জন জেলে ছিলেন। মোট ২৫ জন জেলের এখন পর্যন্ত সন্ধান পাওয়া যাচ্ছে না।  

এ ব্যাপারে কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশন লেফটেন্যান্ট সাকিব মেহেবুব জানান, নিখোঁজ জেলেদের খোঁজে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।