ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
দিনাজপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

দিনাজপুর: দিনাজপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মুন্না (২৫) নামে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা অন্য এক আরোহী।

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে জেলার সদর উপজেলার ডামডুবি তুলা উন্নয়ন বোর্ডের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মুন্না জেলার খানসামা উপজেলার ভাবকি এলাকার মমতাজ আলীর ছেলে। তবে তাৎক্ষণিকভাবে আহত মোটরসাইকেল আরোহীর নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে শনিবার দুপুরে দশমাইলের দিকে আসছিলেন মুন্না। পথে রামডুমি তুলা উন্নয়ন বোর্ডের সামনে আসলে রংপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি হয়। এতে মোটরসাইকেলে থাকা দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান মুন্না।

বিষয়টি দশমাইল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজ নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, নভেম্বর  ১৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।