ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

চলন্ত বাসে পেট্রল বোমা ছুড়ে পালালো হেলমেট পরা ৪ যুবক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
চলন্ত বাসে পেট্রল বোমা ছুড়ে পালালো হেলমেট পরা ৪ যুবক

রাজশাহী: মোটরসাইকেলে করে এসে চলন্ত বাসে পেট্রল বোমা ছুড়ে পালিয়ে যায় হেলমেট পরা চার যুবক। এতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে যাত্রীবাহী বাসটি।

তবে এ ঘটনায় কোনো যাত্রী হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী গোদাগাড়ী উপজেলার উদপুর নামক স্থানে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এই পেট্রল বোমা হামলার ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, শিমু নূর তাজ পরিবহনের ওই বাসটি রাজশাহী থেকে যাত্রী নিয়ে গোদাগাড়ী হয়ে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। বাসটির পেছন পেছন চারজন হেলমেট পরিহিত ব্যক্তি দুটি মোটরসাইকেলে আসেন। চলন্ত অবস্থায় তারা বাসটির পেছন দিকে পেট্রলবোমা ছুঁড়ে পালিয়ে যায়। এতে দ্রুতই বাসটিতে আগুন ধরে যায়। চালক তখনই বাসটি থামিয়ে দেন। এ সময় বাসটি থেকে যাত্রীরা দ্রুত নেমে যান। তবে পেট্রল বোমায় বাসটি পুড়ে যায়‌। এই ঘটনায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক দিয়ে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে।  

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে বাসের আগুন নেভায়। এরপর ওই মহাসড়কে যানবাহন চলাচল আবারও স্বাভাবিক হয়।  

খবর পেয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, কারা বাসে আগুন দিয়েছে তা এখনও জানা যায়নি। পেট্রল বোমা হামলার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যাওয়ায় স্থানীয় লোকজন তাদের চিনতে পারেনি।  

এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
এসএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।