ঢাকা, শনিবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনীর মহিপালে বাসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
ফেনীর মহিপালে বাসে আগুন

ফেনী: ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল বাসস্ট্যান্ডে সুগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মহিপাল মহাসড়ক লাগোয়া বাস টার্মিনালের সামনে দাঁড়ানো ছিলো বাসটি। হঠাৎ করে দুর্বৃত্তরা এসে বাসে আগুন দিয়ে চলে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই গাড়ির ভেতরে থাকা সিটিসহ অবকাঠামোসহ অধিকাংশ পুড়ে যায়।  

বাসটির লাইনম্যান আমির হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা ছুটে আসি। কে বা কারা আগুন দিয়ে পালিয়ে যায়। মুহূর্তেই সব পুড়ে যায়।  

বাসটির চালক দাউদ বলেন, হরতালের কারণে সারাদিন বাস চালানো হয়নি। বাস টার্মিনালেই দাঁড়িয়ে ছিল। গাড়ির বিভিন্ন মেরামত কাজ করানো হয়েছে। দাঁড়ানো গাড়িতেই অগ্নিসংযোগ করে পালিয়েছে দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ বলেন, খবর পেয়েই আমরা ছুটে যাই। আগুন নেভাতে চেষ্টা করি।

এ ব্যাপারে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, মহিপাল এলাকায় আমরা নজরদারি বাড়িয়েছি। দুর্বৃত্তদের চিহ্নিত করার জন্য আশপাশের সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। ওই এলাকায় সিসিটিভি ক্যামেরা নেই। একটি দোকানে ছিল আজ দুপুর থেকে সেটিও নষ্ট হয়ে গেছে।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
এসএইচডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।