ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে কাভার্ডভ্যানে আগুনের ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
ফেনীতে কাভার্ডভ্যানে আগুনের ঘটনায় মামলা

ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোলে রোববার (১৯ নভেম্বর) রাতে মালবাহী কাভার্ডভ্যানে আগুন দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। ডায়মন্ড ট্রান্সপোর্ট এজেন্সির মালিক মোহাম্মদ আজিজুল হক বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেছেন।

ফেনী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ জানান, রোববার রাত দেড়টার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ডায়মন্ড ট্রান্সপোর্টের মালিক মোহাম্মদ আজিজুল হক জানান, শনিবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে চট্টগ্রামের সদরঘাট থানার মাঝিরঘাট রোডের পূর্ব মাদারবাড়ি এলাকার অফিস থেকে ডায়মন্ড ট্রান্সপোর্ট এজেন্সি নামের কাভার্ডভ্যানটি (চট্ট মেট্টো-ট-১১-৫৫১১) ঢাকার উদ্দেশে রওয়ানা হয়। পথিমধ্যে রাত দেড়টার দিকে লালপোলের অদূরে পৌঁছালে ১০ থেকে ১৫ দুষ্কৃতকারী মহাসড়কে অবস্থান নিয়ে সড়কে আগুন ধরিয়ে দেয়। চালক রেজাউল হক রাজু কাভার্ডভ্যানটির গতি কমালে দুষ্কৃতকারীরা পেট্টল বোমা নিক্ষেপ করে ভাঙচুর চালায়। এ সময় রাজু ও হেলপার সেলিম দৌড়ে পালিয়ে যান। কাভার্ডভ্যান পুড়ে ১৫ লাখ টাকা ও ৮৫ লাখ টাকার মালামালসহ প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী কাভার্ডভ্যান পোড়ানোর ঘটনায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যায়। কাভার্ডভ্যানটি পুলিশের হেফাজতে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।