ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নড়াইলে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
নড়াইলে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ  

নড়াইল: বোরো ধানের উচ্চ ফলনশীল (উফশী) ও হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নড়াইলে ২৫ হাজার কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।  

সোমবার (২০ নভেম্বর) সকালে সদর উপজেলা কৃষি অফিস চত্বরে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়।

এতে সভাপতিত্ব করেন নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।  

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক দীপক কুমার রায়, নড়াইল সদর উপজেলা কৃষি অফিসার মো. রোকনুজ্জামানসহ অনেকে।  

নড়াইলের উপ-পরিচালক দীপক কুমার রায় জানান, জেলায় ১০ হাজার কৃষকদের মধ্যে বোরো ধানের (উফশী) এবং ১৫ হাজার কৃষকের মধ্যে বোরো ধানের (হাইব্রিড) প্রণোদনা প্রদান করা হয়েছে।  

এ সময় প্রতিজন কৃষকের মধ্যে পাঁচ কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার এবং বোরো ধানের ( হাইব্রিড) প্রণোদনার ক্ষেত্রে প্রতিজন কৃষককে শুধুমাত্র দুই কেজি হাইব্রিড ধানের বীজ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।