ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ছুরিকাঘাতে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
নওগাঁয় ছুরিকাঘাতে যুবক নিহত প্রতীকী ছবি

নওগাঁ: নওগাঁয় দূর্বৃত্তের ছুরিকাঘাতে মামুনুর রশিদ মামুন (৩১) নামে একজন যুবক নিহত হয়েছেন।

সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যার দিকে নওগাঁ সদর উপজেলার বক্তারপুর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

মামুন নওগাঁ সদর উপজেলার মাতাসাগর গ্রামের জুয়েল হোসেনের ছেলে। তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।  

পুলিশ জানায়, বেসরকারি কোম্পানিতে কর্মরত মামুন মার্কেট থেকে টাকা উত্তোলন করে নওগাঁ সদরে ফেরার পথে বক্তারপুর এলাকায় দুর্বৃত্তরা তার পথরোধ করে। এরপর দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে টাকা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফয়সাল বিন আহসান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ পুলিশের হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে পুলিশ কাজ করছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।