ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাপাহারে সড়ক দুর্ঘটনায় ইজিবাইকচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
সাপাহারে সড়ক দুর্ঘটনায় ইজিবাইকচালক নিহত প্রতীকী ছবি

নওগাঁ: নওগাঁর সাপাহারে সড়ক দুর্ঘটনায় সিদ্দিক (৪৫) নামে ব্যাটারিচালিত ইজিবাইকের এক চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার গোডাউনপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত সিদ্দিক জেলার পত্নীতলা উপজেলার বনগ্রাম চক রঘু গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, ইজিবাইক চালিয়ে উপজেলা সদর থেকে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন সিদ্দিক। পথে গোডাউনপাড়া মোড়ে এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিদ্দিক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।