ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাভারে চলন্ত বাসে আগুন দিলো দুর্বৃত্তরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
সাভারে চলন্ত বাসে আগুন দিলো দুর্বৃত্তরা

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় নন্দন পার্কের সামনে সাভার পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।

 

মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ১১টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া নন্দন পার্ক এলাকায় নবীনগরগামী লেনে এ ঘটনা ঘটে।

জিরাবো মর্ডান ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আলাউদ্দিন বাংলানিউজকে বলেন, সাভার পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে একটি ইউনিট পাঠিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাসটি নবীনগরগামী লেন দিয়ে যাচ্ছিলো। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এছাড়া কোনো হতাহতের খবরও পাইনি।  

এর আগে সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ইউটার্নে একটি, মধুমতি হাউজিং এলাকায় একটি দুরপাল্লার বাসে ও বলিয়াপুর বাস স্ট্যান্ড এলাকায় একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে৷

বাংলাদেশ সময়: ০০৩৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩ 
এসএফ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।