ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নিজের ইট ভাঙা গাড়ির চাপায় প্রাণ গেল চালকের 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
নিজের ইট ভাঙা গাড়ির চাপায় প্রাণ গেল চালকের 

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়ায় নিজের ইট ভাঙা গাড়ির নিচে চাপা পড়ে মো. শাবুর আলী (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

বুধবার (২২ নভেম্বর) কলারোয়া পৌর সদরের খাদ্য গুদাম মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাবুর আলী যশোরের শার্শা উপজেলার ৭ নম্বর কায়বা ইউনিয়নের দাউদখালী গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মো. শাবুর আলী তার ইট ভাঙা গাড়িটি নিয়ে যশোর-সাতক্ষীরা সড়ক দিয়ে কলারোয়ার ওফাপুর গ্রামে যাচ্ছিলেন। পথে গোডাউন মোড়ে পৌঁছালে এক স্কুলছাত্রের বাইসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে যায়। এসময় গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শাবুর আলীর।

শাবুর আলীর চাচাতো ভাই করিরুল জানান, প্রতিদিনের মতো কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে গন্তব্যে যাচ্ছিলেন শাবুর আলী। পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। পরে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।